ক্রিকেট

রানের পাহাড় গড়ে দক্ষিণ আফ্রিকার ইনিংস ঘোষণা

চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে রানের পাহাড় গড়েছে দক্ষিণ আফ্রিকা।  ৩ সেঞ্চুরিতে প্রথম ইনিংসে প্রোটিয়াদের সংগ্রহ ৬ উইকেটে ৫৭৫ রান।

বুধবার (৩০ অক্টোবর) ২ উইকেটে ৩০৭ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করেছিলো দক্ষিণ আফ্রিকা।  ২৫ রান করা ডেভিড বেডিংহ্যাম এবং ১৪১ রানে অপরাজিত থাকা টনি ডে জর্জি মিলে শুরু করেন দ্বিতীয় দিন।

৭০ বলে ফিফটি করে তাইজুলের শিকার হন বেডিংহ্যাম।  ডাবল সেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়ে ২৬৯ বলে ১৭৭ রান করে তাইজুলের চতুর্থ শিকার হন জর্জি।

মিরপুর টেস্টে সেঞ্চুরি করা কাইল ভেরাইনেও তাইজুলের শিকার হন শূন্য রানে।  এরপর রাইয়ান রিকেলটন ও ওয়ায়ান মুল্ডার মিলে গড়েন জুটি।  কিন্তু ইনিংস বড় করতে পারেননি রিকেলটন। ১২ রান করে দ্বিতীয় সেশনের শুরুতে আউট হন তিনি।

সেনুরান মুথুসামিকে নিয়ে এগিয়ে যেতে থাকেন মুল্ডার ।  তুলে নেন টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।  শেষ পর্যন্ত মুথুসামির ৭০ রান এবং মুল্ডারের অপরাজিত ১০৩ রানে ভর করে ৬ উইকেট হারিয়ে ৫৭৭ রানে ইনিংস ঘোষণা করেছে প্রোটিয়ারা।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট শিকার করেন তাইজুল ইসলাম। এ ছাড়াও এক উইকেট নেন নাহিদ রানা।

 

 

 

   

এ সম্পর্কিত আরও পড়ুন