তথ্য-প্রযুক্তি

নতুন যে সুবিধা নিয়ে আসলো গুগল

ছবি: সংগৃহীত

গুগল এবার জিমেইলের ওয়েব সংস্করণেও কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে স্বয়ংক্রিয় ই-মেইল লেখার সুবিধা চালু করেছে। এখন থেকে শুধু স্মার্টফোন নয়, কম্পিউটার থেকেও ব্যবহারকারীরা সহজেই তাদের প্রয়োজনীয় ই-মেইল তৈরি করতে পারবেন। এই নতুন ফিচারের নাম ‘হেল্প মি রাইট’, যা জেমিনি চ্যাটবটের মাধ্যমে কাজ করবে।

এই নতুন সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা কেবল ই-মেইল কম্পোজ উইন্ডোতে ‘হেল্প মি রাইট’ অপশনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য স্বয়ংক্রিয় ই-মেইল তৈরি করতে পারবেন।  প্রয়োজন হলে ই-মেইল সম্পাদনা বা নতুন তথ্যও যুক্ত করা যাবে। তবে এই সুবিধাটি প্রাথমিকভাবে অর্থপ্রদানকারী ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে, অর্থাৎ সব জিমেইল ব্যবহারকারী এখনই এটি ব্যবহার করতে পারবেন না।

গুগল আরও জানিয়েছে যে, শিগগিরই ‘পলিশ’ নামের আরেকটি নতুন ফিচার জিমেইলে যুক্ত হবে। এতে ব্যবহারকারীরা ই-মেইল ড্রাফটে অন্তত ১২ শব্দ লিখলেই ‘পলিশ’ অপশনটি দেখতে পাবেন। এই ফিচারের মাধ্যমে জেমিনি চ্যাটবট ই-মেইলটিকে আরও উন্নত এবং পরিপাটি করে তুলতে সাহায্য করবে।

বর্তমানে জিমেইলে অটো-রিপ্লাই এবং ই-মেইল লেখার সুপারিশ থাকলেও নতুন এই সুবিধা পুরো ই-মেইলকে স্বয়ংক্রিয়ভাবে রচনা করার ক্ষেত্রে একধাপ এগিয়ে গেছে। ফলে কাজের ব্যস্ততার মাঝেও দ্রুত ও নির্ভুলভাবে গুরুত্বপূর্ণ ই-মেইল পাঠানো আরও সহজ হবে।

জেডএস/

এ সম্পর্কিত আরও পড়ুন