ক্রিকেট

সাকিব দেশে আসতে না পারার জন্য বিসিবি জড়িত নয়: ফারুক আহমেদ

মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট খেলে সাদা জার্সির ক্রিকেট থেকে বিদায় নিতে চেয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু নিরাপত্তাঝুঁকিতে প্রথমে দলে রাখা হলেও পরে বাদ দেওয়া হয় দল থেকে।

সাকিবের দেশে আসতে না পারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ব্যর্থতা নয় বলে মনে করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। আজ বুধবার  মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বোর্ড সভার আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই কথা বলেন ফারুক আহমেদ।

বিসিবি সভাপতি বলেন, ‘একেবারেই আমরা কোনোভাবে জড়িত নই এ ব্যাপারটায় (সাকিবের আসতে না পারা)। এটা হলো আইনশৃঙ্খলা বাহিনী, সরকার ও সাকিব আল হাসান (তাদের ব্যাপার)...। এখানে আমাদের পুরোপুরি অক্সিলারি একটা পার্ট নেওয়ার কথা ছিল।’

 

ব্যক্তিগতভাবে সাকিবকে দেশের মাটিতে অবসর নেওয়ার সুযোগ করে দেওয়ার সব ধরনের চেষ্টা করেছেন বলে বোর্ড সভাপতি আরও বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে আপনাদের সামনে যত কথাই বলি, আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি, যাতে সাকিব আল হাসান দেশ থেকে অবসরে যেতে পারে। আমার চেষ্টা আমি করেছি।’

এ সম্পর্কিত আরও পড়ুন