সাফজয়ী নারীদের পুরস্কৃত করবে বিসিবি
সাফ চ্যাম্পিয়নশীপ জয়ী মেয়েদের পুরস্কার প্রদান করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) চট্টগ্রামে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি ফারুক আহমেদ মেয়েদের পুরস্কার দেয়া হবে বলে নিশ্চিত করেন।
পরপর দুইবার সাফ চ্যাম্পিয়ন হলো বাংলাদেশের মেয়েরা। গতবারের মতো এবারও নেপালকে হারিয়ে শিরোপা নিশ্চিত করে সাবিনারা। পুরো দেশ তাদেরকে নিয়ে মাতোয়ারা হয়ে আছে।
বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, 'বিসিবি থেকে পুরস্কৃত করা হবে। পরপর দুই বার চ্যাম্পিয়ন, তারা আমাদের গর্বিত করেছে। পরিমাণটা দেখি... সব কথা একা বলে দিলে তো বোর্ড পরিচালকরা রাগ করতে পারে। ভালো একটা অ্যামাউন্ট দেওয়া হবে, আমরা যেরকম পারি আরকি।'
এর আগে ২০২২ সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর মেয়েদের পুরস্কৃত করেছিল বিসিবি। সেবার চ্যাম্পিয়ন দলের ৩২ জন সদস্যকে ৫১ লাখ টাকা দেয় ক্রিকেট বোর্ড।
এরমধ্যে আজ দেশে ফেরার পর নারী দলকে ছাদখোলা বাসে সংবর্ধনা দেয়া হচ্ছে। মেয়েরা ঢাকা বিমানবন্দর থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) পর্যন্ত ছাদখোলা একটি বাসে করে যাবে।
এম এইচ//