লাইফস্টাইল

ত্বকের যত্নে ঘরেই বানাতে পারেন গ্লিসারিন

শীত এলে বেড়ে যায় গ্লিসারিনের ব্যবহার। কারণ এ সময়ে ত্বক খুব শুষ্ক হয়ে যায়। শীতের এ শুষ্ক আবহাওয়ায় ত্বকের আর্দ্রতা বাড়ানো জরুরি হয়ে পড়ে। গ্লিসারিন সে কাজ খুবই দ্রুত করতে পারে। তবে বাজারে তৈরি গ্লিসারিন সব সময়ে ভাল নাও হতে পারে। ফলে ঘরে বানানো গ্লিসারিন ব্যবহার করতে পারলে ভাল হয়। 

ঘরেই যেভাবে বানাতে পারেন গ্লিসারিন- 

প্রথমে চুলায় হাল্কা আঁচে বসিয়ে দিন একটি পাত্র। এবার কিছুটা নারকেল তেল আর খানিকটা অলিভ অয়েল দিন সেই পাত্রে। অল্প আঁচে নাড়তে থাকুন মিশ্রণটি। এবার তাতে এক চা চামচ লাই বা মেটাল হাইড্রক্সাইড এবং এক কাপ পানি মেশান। মিনিট পনেরো সেই মিশ্রণটি ফুটতে দিন। ঘন না হওয়া পর্যন্ত নাড়তে থাকুন।

মিশ্রণটি ফুটতে ফুটতে কিছুক্ষণ পরে একেবারে স্বচ্ছ হয়ে যাবে। এরপর এর মধ্যে এক চা চামচ লবণ মিশিয়ে দিন। এবার সেটি আরও একটু নেড়ে চুলা নিভিয়ে দিতে পারেন। এবার সেই মিশ্রণটি কিছুক্ষণ খোলা হাওয়ায় রাখুন। ঠান্ডা হতে দিন। উপরে জমে থাকা অংশটুকু এবার সরিয়ে ফেলুন। নীচের তরলটুকু হল গ্লিসারিন। 

এবার একটি ছোট কাচের বোতলে ঢেলে মুখ বন্ধ করে রেখে দিন সেই তরল। বানানোর পর তিন-চার সপ্তাহ পর্যন্ত এই গ্লিসারিন ব্যবহার করতে পারেন। রাখতে হবে রেফ্রিজারেটরে।

এ সম্পর্কিত আরও পড়ুন