আন্তর্জাতিক

ট্রাম্পের বিজয়ে ক্রেমলিনের সতর্ক প্রতিক্রিয়া

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে ক্রেমলিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ট্রাম্প তার প্রচারণায় ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিয়েছেন। তবে, এটি আদৌ কার্যকর হবে কিনা, তা কেবল সময়ই বলে দেবে। বুধবার (৬ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

সবশেষ তথ্য অনুযায়ি, ডোনাল্ড ট্রাম্প ২৭৭টি ইলেক্টোরাল ভোট পেয়ে প্রেসিডেন্ট হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে, ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৪টি ইলেক্টোরাল ভোট। ক্রেমলিনের মুখপাত্র পেসকভ স্পষ্টভাবে জানিয়েছেন, প্রেসিডেন্ট পুতিনের তরফ থেকে এখনো ট্রাম্পকে অভিনন্দন জানানোর কোনো পরিকল্পনা নেই।

জেডএস/

এ সম্পর্কিত আরও পড়ুন