আজ সিরিজ বাঁচানোর লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ
আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ৯২ রানে পরাজিত হয় বাংলাদেশ। ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে দলীয় শতক পূরণ করলেও, এরপর তাসের ঘরের মতো উইকেট পতন হয়েছে। ম্যাচটিতে আর ঘুরে দাঁড়ানো হয়নি বাংলাদেশের।
আজ, শনিবার (৯ নভেম্বর) বিকেল ৪ টা থেকে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান।
সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই ম্যাচটি বাংলাদেশের সিরিজ বাঁচানোর লড়াই। ম্যাচের আগে কিছুটা দুঃসংবাদ পেতে হয়েছে দলকে। প্রথম ওয়ানডে ম্যাচে উইকেটকিপিং করতে গিয়ে চোটে পড়েন মুশফিকুর রহিম। শেষপর্যন্ত সিরিজ থেকেই ছিটকে গেছেন তিনি।
বাংলাদেশের জন্য আজকের একাদশে জাকের আলী অনিক’কে দেখা যাবে। অন্য আর কোনো বিকল্প আপাতত নেই। ওদিকে লিটন দাস জ্বরের কারণে আফগানিস্তান সিরিজ খেলতে পারছেন না।
ম্যাচের আগের দিন গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মেহেদী হাসান মিরাজ। তিনি সিরিজ জয়ের সুযোগ দেখেন। একেবারে দুই ম্যাচ নিয়ে না ভেবে, আজকের ম্যাচ নিয়ে চিন্তা করছেন এই অলরাউন্ডার।
আজ বাংলাদেশ একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন।
এম এইচ//