জাতিসংঘে নতুন মার্কিন রাষ্ট্রদূত এলিস স্টেফানিক
জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে এলিস স্টেফানিককে মনোনয়ন দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এলিস নিউইয়র্কের রিপাবলিকান পার্টির নারী কংগ্রেস সদস্য।
রবিবার(১১ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক পোস্ট বিষয়টি নিশ্চিত করেছে।
নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘আমার পরবর্তী প্রশাসনে কংগ্রেস সদস্য এলিস স্টেফানিককে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দিতে পেরে আমি সম্মানিত বোধ করছি। এলিস একজন অবিশ্বাস্যভাবে শক্তিশালী, কঠোর ও স্মার্ট আমেরিকান। তিনি সম্মুখসারির যোদ্ধা।’
এনএস/