এবার প্রাণনাশের হুমকি পেলেন মিঠুন
বলিউডে একের পর এক অভিনেতার হুমকি পাওয়ার পর প্রবীণ অভিনেতা এবং বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে এবার পাকিস্তান থেকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। সোমবার (১১ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে জানানো হয়, পাকিস্তানের গ্যাংস্টার শাহাজাদা ভাট্টি এক ভিডিও বার্তায় জানিয়েছেন, মিঠুনের সাম্প্রতিক মন্তব্য মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে। আর এর জন্যই তাকে প্রাণনাশের হুমকি দেয়া হয়।
ভাট্টি সেই ভিডিওতে স্পষ্ট সময়সীমা বেঁধে দিয়ে বলেছেন, মিঠুনকে ১০-১৫ দিনের মধ্যে ক্ষমা চাইতে হবে, না হলে তার প্রাণনাশের আশঙ্কা রয়েছে। এই হুমকি এমন এক সময়ে এলো, যখন বলিউডের আরেকজন বিখ্যাত অভিনেতা সালমান খান এবং শাহরুখ খানও সম্প্রতি একই ধরনের হুমকির মুখোমুখি হয়েছেন। অভিযোগ, কুখ্যাত অপরাধী লরেন্স বিষ্ণোই এ ধরনের হুমকির সঙ্গে যুক্ত।
মিঠুন চক্রবর্তীর এই হুমকির ঘটনা সম্প্রতি আরও আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে, যখন কলকাতায় বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে অংশ নেন তিনি। সেই অনুষ্ঠানে তিনি পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবীরের বিতর্কিত বক্তব্যের প্রতিক্রিয়া দেন। মিঠুন বলেন, ‘আমাদের নেতা বলেছেন, ৭০ শতাংশ মুসলিম আর ৩০ শতাংশ হিন্দু; কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব। কিন্তু ভাগীরথী আমাদের মা। তাই সেখানে কেটে ভাসাব না, বরং তোমার মাটিতেই তোমাকে পুঁতে দেব’।
মিঠুন আরও বলেন, তিনি এই মন্তব্য একজন অভিনেতা হিসেবে করছেন না, বরং ১৯৬৮ সালের সেই ২৮ বছর বয়সি মিঠুন বলছে, যে একসময় রক্তের রাজনীতি করেছে। এখন নিজের সম্প্রদায়ের সাহসিকতা চায়।
এই বক্তব্যের পর মিঠুনের বিরুদ্ধে বেশ কিছু থানায় এফআইআর দায়ের করা হয়েছে। কলকাতার জোড়াসাঁকো, বৌবাজার এবং বিধাননগর দক্ষিণ থানায় স্থানীয় জনগণের একাংশ তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
জেডএস/