ফের রিমান্ডে সাবেক আইজিপি শহীদুল হকসহ তিনজন
হত্যার মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হক ও যুগ্ম সচিব কিবরিয়াসহ তিনজনকে দুদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
বুধবার (১৩ নভেম্বর) বিকেলে কুমিল্লা আদালতে হাজির করা হলে সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানা এই আদেশ দেন।
এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ও চৌদ্দগ্রাম থানার এসআই মশিউর আলম দুইদিনের রিমান্ড শেষে তাদেরকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
শুনানি শেষে কুমিল্লা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) কাইমুল হক রিংকু গণমাধ্যমকে বলেন, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাবেক যুগ্ম সচিব এ কে এম জি কিবরিয়া মজুমদার ও মেহেরপুর জেলা ওলামা লীগের সভাপতি জহিরুল ইসলাম সেলিমকে জিজ্ঞাসাবাদের জন্য পুনরায় দশদিন করে রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন। ২৭ নভেম্বরের মধ্যে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে গত সোমবার তাদেরকে আদালতে হাজির করা হলে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছিল আদালত।
এদিকে সাবেক আইজিপি এ কে এম শহীদুল হকসহ আসামিপক্ষের আইনজীবী এ এইচ এম আবাদ হোসেন গণমাধ্যমকে বলেন, এই মামলার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। আমরা আদালতে রিমান্ড আবেদন নামঞ্জুরের দাবি জানিয়েছি। পরে আদালত পুনরায় তাদের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।
উল্লেখ্য, তবে ৫ আগস্টের পর ১১ সেপ্টেম্বর কুমিল্লার আদালতে একই ঘটনায় পাল্টা মামলা করেন ওই বাসের মালিক আবুল খায়ের। বর্তমান মামলাটিতে সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক, সাবেক আইজিপি শহিদুল হক, র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ, কুমিল্লার সাবেক পুলিশ সুপার টুটুল চক্রবর্তীসহ ১৩০ জনকে এজাহার নামীয় এবং অন্তত অজ্ঞাতনামা ১৯০ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন। পরে অভিযোগটি চৌদ্দগ্রাম থানায় এফআইআর করা হয়।
এর আগে গত শনিবার দুপুরে সাবেক আইজিপি একেএম শহীদুল হক ও সাবেক যুগ্ম সচিব কিবরিয়া মজুমদারকে ঢাকা থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়। এদিকে বুধবার বিকেল ৪টার দিকে এ মামলার ৩ আসামিকে আদালত চত্বরে কড়া পাহারার মধ্যে দিয়ে নিয়ে আসা হয়। এসময় অপ্রীতিকর ঘটনা এড়াতে আদালত প্রাঙ্গণে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করেন।
এএম/