দেশজুড়ে

চট্টগ্রামে মুখোশধারীদের গুলিতে অন্তত ১২ জন গুলিবিদ্ধ

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাউজানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুখোশধারী সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে ১২ থেকে ১৫ জন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।   

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত ৯ টার দিকে আসদ আলী মাতব্বরপাড়া মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুবুর রহমান।

গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন নিরামিশপাড়া গ্রামের মো. জসিম উদ্দিন (৫০), মো. মহিউদ্দিন (৩৮), জানে আলম (৪৪) ও তাঁর ভাই মো. সাইফুদ্দিন (৩১), মো. লাভলু (২৮), নুরুদ্দিন (২৮) ও তাঁর ভাই মো. মানিক (৩৬), মো. মাসুদ (৩৫), আলাউদ্দিন (৪০), মো. হুমায়ুন (৪৫) ও নুরুল আবসার (৫৫)।

এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহাবুবুর রহমান জানান, বিএনপির একটি পক্ষের ২০ থেকে ২৫ জন গতকাল রাতে প্রতিপক্ষ নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খায়েজ আহমদের ছেলে কামাল উদ্দিনকে আক্রমণ করতে যান। এলাকাবাসী বাধা দিলে তারা এলোপাতাড়ি গুলি ছোড়েন। এ সময় ১২ থেকে ১৫ জন গুলিবিদ্ধ হন। এর আগেও কামাল উদ্দিনের ওপর একাধিকবার হামলা হয়েছিল।  

 

জেডএস/

এ সম্পর্কিত আরও পড়ুন