মেসির আর্জেন্টিনা হোঁচট খেলো প্যারাগুয়ের মাঠে
প্যারাগুয়ের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে হেরে গেলো বর্তমান চ্যাম্পিয়নরা। খেলার শুরুতে লাউতারো মার্টিনেজের গোলে টিম আর্জেন্টিনা এগিয়ে যায়। কিন্তু প্যারাগুয়ের আন্তোনিও সানাব্রিয়া একটি দুর্দান্ত বাইসাইকেল কিকে খেলার সমতা ফিরে আনেন। দ্বিতীয়ার্ধের ৪৭ মিনিটে ওমার আলডেরেটের হেডারের গোলে আর্জেন্টিনার হার নিশ্চিত হয়।
শুক্রবার (১৫ নভেম্বর) বাংলাদেশ সময় সকালে দেল চাকো স্টেডিয়ামে প্রতিপক্ষের মাঠে প্যারাগুয়ের কাছে ১-২ গোলের ব্যবধানে হেরে যায় টিম আর্জেন্টিনা।
ম্যাচের ১১ মিনিটেই আর্জেন্টিনা এগিয়ে যায় – লাউতারো মার্টিনেজ বাঁ পায়ে নিখুঁত ফিনিশিং করে ১-০ ব্যবধানে লিড এনে দেন দলকে। কিন্তু সেই আনন্দ মাত্র ৮ মিনিটেই ম্লান হয়ে যায়। প্যারাগুয়ের আন্তোনিও সানাব্রিয়া বাইসাইকেল কিকে দুর্দান্ত এক গোল করে সমতা ফেরান। সেই গোলটি যেন মুহূর্তেই প্যারাগুয়েকে উজ্জীবিত করে তোলে।
দ্বিতীয়ার্ধের শুরুর ৪৭ মিনিটে ওমার আলদেরেতে আবারও স্বাগতিকদের এগিয়ে নেন। তার হেডে করা গোলে প্যারাগুয়ে ২-১ ব্যবধানে লিড নিয়ে নেয়। মেসি পুরো সময় মাঠে থাকলেও আর গোল করতে পারেননি। ফলাফল ২-১ এ প্যারাগুয়ের কাছে পরাজয়।
এবারই প্রথম নয়, এই স্টেডিয়ামে আগেও ব্রাজিলের মতো শক্তিশালী দলকে হারিয়েছে প্যারাগুয়ে। গত সেপ্টেম্বরে ব্রাজিলও তাদের কাছে পরাজিত হয়েছিল। এমনকি ২০১০ সালের বিশ্বকাপ বাছাইপর্বেও প্যারাগুয়ে একে একে ব্রাজিল ও আর্জেন্টিনাকে পরাজিত করেছিল।
ম্যাচ শেষে মেসি স্পষ্টভাবে রেফারির সিদ্ধান্তে অসন্তুষ্টি প্রকাশ করেন। তার মতে, কিছু বিতর্কিত সিদ্ধান্ত ম্যাচের ফলাফলে প্রভাব ফেলেছে।
জেডএস/