ইউক্রেন যুদ্ধে শান্তি ফেরাতে বাধাগ্রস্ত করছে একমাত্র রাশিয়া
ইউক্রেন যুদ্ধে শান্তি ফেরাতে বাধাগ্রস্ত করছে একমাত্র রাশিয়া বলে দাবি করেছে বিশ্বের সাত বৃহৎ অর্থনৈতিক দেশের জোট জি-৭। শনিবার (১৬ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, জি-৭ নেতারা এক যৌথ বিবৃতিতে জানান, ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার ১,০০০ দিন পেরিয়ে গেলেও , রাশিয়া হলো এই যুদ্ধে ন্যায্য ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার একমাত্র বাধা। জি-৭ এর সদস্য রাষ্ট্র যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জাপান, জার্মানি, ইতালি ও ফ্রান্স যৌথভাবে রাশিয়ার কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন।
জোটের পক্ষ থেকে বলা হয়েছে. রাশিয়ার উপর নিষেধাজ্ঞা, রপ্তানি নিয়ন্ত্রণ এবং অন্যান্য কার্যকরী পদক্ষেপের মাধ্যমে তাদের ওপর চাপ সৃষ্টি করা হবে। এছাড়াও ইউক্রেনের প্রতি সমর্থন ব্যক্ত করে জি-৭ জানিয়েছে, যতদিন প্রয়োজন, তারা ইউক্রেনের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার লড়াইয়ে পাশে থাকবে।
জি-৭ আর জানিয়েছে, রাশিয়ার আগ্রাসনের প্রভাব বিশ্বব্যাপী দুর্বল জনগোষ্ঠীর ওপরও পড়েছে। তাই জি-৭ ইউক্রেনের পুনর্গঠন এবং তাদের স্বাধীনতা রক্ষায় প্রয়োজনীয় সহায়তা প্রদান অব্যাহত রাখার অঙ্গীকার করে।
জেডএস/