ট্রাফিক আইন লঙ্ঘন: রাজধানীতে একদিনে জরিমানা প্রায় ৫৩ লাখ টাকা
রাজধানীতে ট্রাফিক আইন ভঙ্গে একদিনে প্রায় ৫৩ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। পাশাপাশি ১৩৮১ টি মামলা দায়ের করা হয়েছে।
রোববার (১৭ নভেম্বর) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
ডিএমপি সূত্রে জানা যায়, রাজধানীর বিভিন্ন এলাকায় শনিবার (১৬ নভেম্বর) ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে এক হাজার ১৩৮১টি মামলা এবং ৫২ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এ ছাড়া অভিযানকালে ১৪১টি গাড়ি ডাম্পিং ও ৫০টি গাড়ি রেকার করা হয়েছে।
মুহাম্মদ তালেবুর রহমান জানান, সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশ সদস্যরা রাতদিন কাজ করছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
জেডএস/