গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৮৮
গাজা ভূখণ্ডের উত্তরাঞ্চলে ইসরাইলি সামরিক বাহিনীর বোমা হামলায় ৮৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক ডজন বেসামরিক নাগরিক। বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে এ হামলা চালায় দখলদার ইসরাইলি বাহিনী। খবর আল জাজিরা।
আল জাজিরার প্রতিবেদনে জানা যায়, উত্তর গাজার বেইত লাহিয়া ও শেখ রাদওয়ান পাড়ায় দুটি পৃথক হামলায় প্রায় ৮৮ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এদিকে বেইত লাহিয়ার কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ডা. হুসাম আবু সাফিয়া আল জাজিরাকে বলেছেন, উত্তরাঞ্চলীয় এই শহরে ইসরায়েলের হামলার পরে কয়েক ডজন লোকের মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে।
এর আগে, বেইত লাহিয়ায় ইসরায়েলের হামলায় অন্তত ৬৬ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ডজন খানেক মানুষ বলে জানানো হয়েছিল।
গেলো বছরের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরাইলের হামলায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৩ হাজার ৯৮৫ জনে পৌঁছেছে। এ সময়ে আরও অন্তত ১ লাখ ৪ হাজার ৯২ জন আহত হয়েছেন।
জেডএস/