আন্তর্জাতিক

মার্কিন সিনেটে ইসরাইলে অস্ত্র বিক্রি বন্ধের প্রস্তাব বাতিল

ইউএস-এর ক্যাপিটল হিলে ইউএস ক্যাপিটল বিল্ডিং ছবি: রয়টার্স

গাজার চলমান সংঘাতের মধ্যে ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের প্রস্তাব বাতিল করেছে মার্কিন সিনেট। বুধবার (২০ নভেম্বর) তিনটি ভিন্ন প্রস্তাবের পক্ষে প্রয়োজনীয় ভোট না থাকায় ইসরাইলের প্রতি যুক্তরাষ্ট্রের সামরিক সমর্থন অটুট রয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।  

প্রতিবেদনে জানানো হয়, মার্কিন সিনেটে ১০০ সদস্যের মধ্যে বেশিরভাগই ইসরাইলে সামরিক সরঞ্জাম সরবরাহ চালিয়ে যাওয়ার পক্ষে ভোট দেন। প্রস্তাবগুলো মধ্যে ট্যাংক রাউন্ড, মর্টার রাউন্ড এবং জেডিএএমএস (জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিউনিশন) সরবরাহ বন্ধের আহ্বান জানায়। 

তবে, এই প্রস্তাবের বিপক্ষে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান উভয় পক্ষ থেকে ব্যাপক বিরোধিতা এসেছে।

প্রগতিশীল নেতা বার্নি স্যান্ডার্স এবং তার সমর্থকরা গাজায় মানবাধিকার লঙ্ঘন ও ফিলিস্তিনিদের ওপর হামলার প্রসঙ্গ তুলে এই প্রস্তাব আনেন। তবে, বিরোধীরা বলেন, প্রস্তাবটি এমন সময়ে আনা হয়েছে যখন ইসরাইল হামাস এবং অন্যান্য শত্রুপক্ষের হুমকির মুখোমুখি।

প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইলকে সামরিক সহায়তা চালিয়ে যাওয়ার পক্ষে। মার্কিন প্রশাসনের মতে, ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করা যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি কৌশলগত লক্ষ্য। একই সঙ্গে, তারা গাজার মানবিক অবস্থার উন্নয়নের জন্য কাজ চালিয়ে যাচ্ছে বলে দাবি করে।

উল্লেখ্য, বাইডেন প্রশাসন গেলো মাসে ইসরাইলকে সতর্ক করে জানিয়েছিলো গাজায় সাহায্য প্রবাহ উন্নত করতে না পারলে সামরিক সহায়তায় প্রভাব পড়তে পারে। 

জেডএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন