ব্যালন ডি'অর জয়ী রদ্রি বললেন; মেসি সর্বকালের সেরা ফুটবলার
সর্বকালের সেরা ফুটবলার কে? এই প্রশ্নের জবাবে সদ্য ব্যালন ডি’অর জয়ী রদ্রির মুখে উচ্চারিত হলো লিওনেল মেসির নাম। ফুটবল মাঠে মেসি ও রোনালদোর মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা জানিয়েছেন তিনি। সম্প্রতি স্প্যানিশ টিভি প্রোগ্রাম ‘এল হরমিগুয়েরো’কে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন রদ্রি।
রদ্রি নিজে এখন ম্যানচেস্টার সিটির খেলোয়াড়। ভিয়ারিয়াল ও অ্যাতলেটিকো মাদ্রিদের হয়ে মেসি ও রোনালদোর বিপক্ষে খেলেছেন তিনি। এই স্প্যানিশ মিডফিল্ডার দুজনের সম্পর্কে বলেন, রোনালদো ডি-বক্সে প্রবেশ করুক- এটা তারা চাইতেন না। বক্সের ভেতরে রোনালদো ভয়ংকর হয়ে ওঠে।
অন্যদিকে মেসির পায়ে বল থাকলে, কোনদিক থেকে বিপদ আসবে- তা বোঝা যেত না। মেসির পায়ে বল মানেই রদ্রির মনে হতো খারাপ কিছু হতে যাচ্ছে। বল কেড়ে নেয়ার চেষ্টা করলেও মেসি কৌশলে দূরে চলে যেত।
গত মৌসুমে দারুণ পারফরম্যান্সে ব্যালন ডি’অর জিতেছেন রদ্রি। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ব্রাজিল তারকা ভিনিসিয়াস জুনিয়র। রদ্রির ব্যালন জয়ের পর নানা আলোচনা ও সমালোচনাও হয়েছে।
অন্যদিকে সর্বকালের সেরা ফুটবলারের বিতর্ক চলতেই থাকে। কখনো মেসি বা কখনো রোনালদো, ঘুরেফিরে এই দুই নামের কথাই বেশি শোনা যায়। দুজনের ঝুলিতেই অর্জন কম নয়, তবে সবশেষ কাতার বিশ্বকাপ জয়ের পর মেসির পক্ষে এক বাক্যে উত্তর দেন অনেকেই। এবার সেখানে যোগ হলো বর্তমান সময়ের অন্যতম সেরা মিডফিল্ডার রদ্রির নাম।
এম এইচ//