বিনোদন

সুরের জাদুকর বারী সিদ্দিকীর ৭ম মৃত্যুবার্ষিকী আজ

কিংবদন্তি সংগীতশিল্পী, গীতিকার ও বংশীবাদক বারী সিদ্দিকী ছবি: সংগৃহীত

কিংবদন্তি সংগীতশিল্পী, গীতিকার ও বংশীবাদক বারী সিদ্দিকীর ৭ম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৭ সালের ২৪ নভেম্বর তিনি সবাইকে কাঁদিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। তার সুর ও কণ্ঠ দিয়ে শহর থেকে গ্রামগঞ্জ সকল জায়গায় ব্যাপক ভাবে জনপ্রিয়তা পেয়েছিলেন।

১৯৫৪ সালের ১৫ নভেম্বর নেত্রকোনায় জন্মগ্রহণ করেন তিনি। মাত্র ১২ বছর বয়সে ওস্তাদ গোপাল দত্তের কাছে তালিম শুরু করেন। পরবর্তীতে আমিনুর রহমান, দবির খান, পান্নালাল ঘোষের মতো গুণীজনের কাছ থেকে শিক্ষা নেন। বাঁশি ও উচ্চাঙ্গসংগীতে প্রশিক্ষণ নিয়ে ভারতেও সুরচর্চা করেছেন তিনি।

১৯৮০ সাল থেকে প্রায় দুই দশক বিশ্বজুড়ে বাঁশি বাজিয়ে শ্রোতাদের মুগ্ধ করেন বারী সিদ্দিকী। ১৯৯৯ সালে জেনেভার বিশ্ব বাঁশি সম্মেলনে ভারতীয় উপমহাদেশের একমাত্র প্রতিনিধি হয়ে নজর কাড়েন তিনি। সেখানে উদ্বোধনী অনুষ্ঠানে ৪৫ মিনিটের পরিবেশনায় সবাইকে অভিভূত করেন। দেশ-বিদেশে বহু অনুষ্ঠানে বাঁশি বাজিয়ে তিনি সবার হৃদয় স্পর্শ করেছেন।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের শ্রাবণ মেঘের দিন চলচ্চিত্রে গান গেয়ে বারী সিদ্দিকী জনপ্রিয়তার শীর্ষে ওঠেন। হুমায়ূন আহমেদের উৎসাহে গানের জগতে আরও দৃঢ়ভাবে জায়গা করে নেন তিনি।

তার উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে শুয়া চান পাখি, ‘আমার গায়ে যত দুঃখ সয়, ‘সাড়ে তিন হাত কবরতার জনপ্রিয় অ্যালবামগুলোর মধ্যে উল্লেখযোগ্য দুঃখ রইলো মনে, ‘মাটির মালিকানা, ‘ভাবের দেশে চলো ইত্যাদি।

 জেডএস/

এ সম্পর্কিত আরও পড়ুন