পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ১১ ডিগ্রিতে
দেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়ে বাড়ছে শীতের তীব্রতা। তাপমাত্রা নেমেছে ১১ ডিগ্রিতে। শুক্রবার (২৯ নভেম্বর) ভোর ৬টায় তাপমাত্রা ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, হিমেল বাতাস ও হালকা কুয়াশার কারণে তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে। শুক্রবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আগামী দিনগুলিতে তাপমাত্রা আরও কমতে থাকবে।
জানা গেছে, শীতের কারণে ভোরে শস্যক্ষেতের পাতায় ও অন্যান্য গাছের পাতায় শিশির পড়ছে। ফুলকপি, ধনিয়াপাতা, লাউ শাকসহ অন্যান্য শাক ক্ষেত থেকে তুলতে গেলে গাছের পাতায় জমা শিশিরের স্পর্শে বরফের ঠান্ডা অনুভূত হচ্ছে।
জেডএস/