সংস্কারের জন্য কিছু সময় দিতে হবে : বদিউল আলম
পুরনো স্বৈরাচারী সংস্কারে ফিরে না যাওয়ার জন্যই সংস্কার দরকার। সংস্কারের জন্য কিছু সময় দিতে হবে। তরুণদের কাছ থেকে শিখলে পরাজয়ের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার।
শুক্রবার (২৯ নভেম্বর) এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে এক ছায়া সংসদ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বদিউল আলম বলেন, ভোটার তালিকাতে কিছু অসঙ্গতি আছে তা সঠিক করা ইসির জন্য চ্যালেঞ্জ। নির্বাচন একদিনের বিষয় নয়, এটি একটি প্রক্রিয়ার বিষয়। আর সুষ্ঠু নির্বাচনের জন্য সে প্রক্রিয়া সঠিক হতে হয়। এর মূল দায়িত্ব নির্বাচন কমিশনের। সরকার বা প্রশাসনের সহযোগিতা ছাড়া নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। যা বিগত সময়ে পরিলক্ষিত হয়েছে।
তিনি বলেন, আলোচনার ভিত্তিতে একটি রোডম্যাপ তৈরি হওয়ার দরকার। যেখানে কি কি সংস্কার হবে এবং কেমন সময় লাগবে তা উঠে আসবে। সরকারের সঙ্গে রাজনৈতিক দলের আলোচনার ভিত্তিতে নির্বাচন কবে হবে তা নির্ধারণ হওয়া দরকার।
তিনি আরও বলেন, গত তিন জাতীয় সংসদ নির্বাচনে সংঘটিত অপরাধে জড়িতদের শাস্তি হওয়া উচিত। সবচেয়ে বড় অপরাধ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে শপথ ভঙ্গ করে যেসব নির্বাচন কমিশনার নির্বাচনী অপরাধ জড়িত ছিলেন, তাদের বিচার কোন প্রক্রিয়ায় হবে তা নির্ধারণ করা উচিৎ। নির্বাচন সংস্কার কমিশন আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন সরকারের কাছে জমা দিবে।
নির্বাচনে গণমাধ্যমকে ভূমিকা সম্পর্কে কমিশনের প্রধান বলেন, গত তিনটি জাতীয় নির্বাচন সম্পর্কে অনেক গণমাধ্যম প্রকৃত তথ্য দেয়নি। নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ। কিন্তু গত তিনটি নির্বাচনে কিছু গণমাধ্যম ইচ্ছাকৃতভাবে সত্য কথা বলেনি। আবার কেউ কেউ সত্য গোপন করতে বাধ্য হয়েছে।
প্রসঙ্গত, “সুষ্ঠ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের চেয়ে প্রার্থীসহ জনগণের ভূমিকাই বেশি” শীর্ষক ছায়া সংসদে কবি নজরুল সরকারি কলেজের বিতার্কিতকদের পরাজিত করে তেজগাঁও কলেজের বিতার্কিকরা বিজয়ী হয়।
আই/এ