দ্রুততম শত উইকেট নিয়ে রেকর্ডবুকে জয়াসুরিয়া
টেস্ট ক্রিকেটের ইতিহাসে বাঁহাতি বোলারদের মধ্যে সবচেয়ে কম ম্যাচ খেলে শত উইকেটের মালিক এখন প্রবাথ জয়াসুরিয়া। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্টে টনি ডি জর্জির উইকেট নিয়ে এই রেকর্ড গড়েন প্রবাথ।
ডারবান টেস্ট শুরু হওয়ার আগে ১৬ ম্যাচ খেলে ৯৭ উইকেট ছিল প্রবাথের ঝুলিতে। টেস্ট শুরুর পর প্রথম ইনিংসে ২ উইকেট শিকার করেন এই স্পিনার। দ্বিতীয় ইনিংসে গিয়ে শততম উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি।
বাঁহাতি বোলারদের মধ্যে সবচেয়ে কম ম্যাচ খেলে ১০০ উইকেট নেয়ার রেকর্ড এতদিন পর্যন্ত ছিল ইংল্যান্ডের কলিন ব্লাইথের। তিনি ১৯ ম্যাচ খেলে উইকেটের শতক পূর্ণ করেছিলেন। তবে মাত্র ১৭ ম্যাচে এই রেকর্ডে নিজের নাম লিখিয়েছেন প্রবাথ।
সবমিলিয়ে টেস্টে সবচেয়ে কম ম্যাচ খেলে ১০০ উইকেটের মালিক জর্জ লোম্যান। এই ডানহাতি ইংলিশ পেসার ১৬ ম্যাচ খেলে শত উইকেট নিয়েছেন। এই তালিকায় যৌথ অবস্থানে আছেন প্রবাথ, তার মতো ১৭ ম্যাচ লেগেছে চার্লস টার্নার, সিডনি বার্নস, ক্ল্যারি গ্রিমেট ও ইয়াসির শাহরের।
এম এইচ//