জাতীয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজুতে

হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভের ডাক হাসনাত আবদুল্লাহর

হাসনাত আব্দুল্লাহ ছবি: সংগৃহীত

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভের ডাক দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আব্দুল্লাহ। সোমবার রাত নয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এই বিক্ষোভ হবে ।       

সোমবার (২ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।   

পোস্টে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, ‘ভারতের আগরতলাস্থ বাংলাদেশ উপহাই কমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। সময়:-রাত ৯ টা স্থানঃ-রাজু ভাস্কর্য।’

বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন ও চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার বিক্ষোভ সমাবেশ ডাকে আগরতলার হিন্দু সংঘর্ষ সমিতি। এক পর্যায়ে সমিতির বিক্ষুব্ধ সদস্যরা সহকারী হাইকমিশনের ভেতরে প্রবেশ করে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলেন। এরপর ভবনের সামনে থাকা সাইনবোর্ড ভেঙে সেটিতে আগুন ধরিয়ে দেন 

 

 

 

জেডএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন