কক্সবাজারে অস্ত্র ও গুলিসহ ২ যুবক গ্রেপ্তার
কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টের ঝাউবাগান থেকে দুই যুবককে চারটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড রাইফেলের গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের ব্যবহৃত ইয়ামাহা আর-১৫ মডেলের একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
সোমবার (২ ডিসেম্বর) সকালে তাদের আটক করা হয় বলে বায়ান্ন টিভিকে জানিয়েছেন কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ খান।
তিনি জানান, ঝাউবাগানে সন্দেহভাজন দুই যুবক অস্ত্র কেনা বেচা করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এসময় দুইজন ব্যক্তিকে সন্দেহ হলে তারা পাসপোর্ট করতে এসেছে বলে দাবী করে।
পরে পর্যটক বেশে থাকা তাদের কাঁধে থাকা স্কুল ব্যাগ তল্লাশীর চেষ্টা করলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় ধাওয়া করে তাদের আটক করতে সক্ষম হয়৷
প্রাথমিক জিজ্ঞাসাবাদেতারা জানিয়েছে, মূলত অস্ত্রগুলো বিক্রির উদ্দেশ্যে কক্সবাজারে এনেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, কক্সবাজারের মহেশখালী উপজেলার ঘোরকঘাটা ইউনিয়নের উত্তর ঘোনারপাড়া এলাকার জাকারিয়া সওদাগরের ছেলে ইকবাল হোসেন ফয়সাল (৩৪) ও একই উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের লম্বাঘোনা এলাকার মো. আবুল কালামের ছেলে মো. আরমান হোসেন (৩৪)।
আই/এ