ফুটবল

কেন ইয়ামালের বুটের নিচে মেসির নাম!

লাস পালমাসের বিপক্ষে ম্যাচ চলাকালে সামাজিক মাধ্যমে লামিনে ইয়ামালের একটি ছবি ভাইরাল হয়।  যেখানে দেখা যায় সামনের বেঞ্চে দুই পা তুলে বসে থাকা ইয়ামালের বুটের একটি জায়গা মেসিলেখা।

লা লিগার ম্যাচটিতে ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়ার দুর্দান্ত একটি গোলের পরও ২-১ ব্যবধানে হেরেছে বার্সেলোনা। তবে ম্যাচের ফলাফল ছাপিয়ে লামিনে ইয়ামালের ছবিটিই ছড়িয়ে পরে সামাজিক মাধ্যমে।

অনেকে ধারণা করেছিলেন মেসির প্রতি ভালোবাসা থেকেই আর্জেন্টাইন মহাতারকার নাম ইয়ামাল বুটে লিখেছেন।

তবে এর পেছনে আছে অন্য কারণও।  মেসি লেখা এই বুট শুধু ইয়ামাল একাই নয় পরবেন আরও ৯ ফুটবলার। অ্যাডিডাসের প্রচারণামূলক মেসি+১০ক্যাম্পেইনের জন্য বিশেষ এই বুটটি পরবেন নির্বাচিত ১০ ফুটবলার।  নারী-পুরুষ মিলিয়ে এই ফুটবলারদের মেসি নিজেই বাছাই করেছেন।  

 

ইয়ামাল ছাড়াও ক্লদিও এচেভেরি, জেডিন শ, আন্তনিও নুসা, জোয়েল এনদালা, লিন্ডা কাইসেদো, ভিকি লোপেজ, কেনান ইলদিজ, আসান উয়েদরাওগো এবং এলিয়েসে বেন সেগির মেসির নাম খচিত বুট পরবেন। 

এ সম্পর্কিত আরও পড়ুন