বাংলাদেশ

ভারতীয়দের বাধায় জকিগঞ্জ দিয়ে পণ্য আমদানি বন্ধ

ভারতের শ্রীভূমির (পুরাতন নাম করিমগঞ্জ) সীমান্তে সনাতনী ঐক্য মঞ্চ নামের একটি সংগঠনের বাধার মুখে বাংলাদেশি ব্যবসায়ীরা পণ্য আমদানি করতে পারছেন না।  

সোমবার (২ ডিসেম্বর) সকালে কিছু কমলা সিলেটের জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে ভারত থেকে বাংলাদেশে আসে। তবে সকালের পরে আন্দোলনকারী সংগঠনটির বাধার মুখে আর কোনো পণ্য আসেনি।

কাস্টমস, এক্সাইজ ও ব্যাট কমিশনারেট সিলেটের জকিগঞ্জ শুল্ক স্টেশনের সহকারী কমিশনার অসিত কুমার আচার্য্য রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

অসিত কুমার আচার্য্য বলেন, জকিগঞ্জ স্টেশন দিয়ে কেবল ভারত থেকে মালামাল আমদানি করা হয়। কোনো পণ্য রপ্তানি হয় না। আজ সকালের দিকে কিছু কমলা বাংলাদেশে এসেছে। পরে ওই পাশের (করিমগঞ্জ) একটি পক্ষের বাধার মুখে আর কোনো পণ্য বাংলাদেশে আসেনি

এনএস/ 

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন