ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব
আগামী সপ্তাহে বাংলাদেশ সফরে আসতে পারেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। বুধবার (৪ ডিসেম্বর) ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে।
প্রতিবেদনে বলা হচ্ছে, বাংলাদেশ বা ভারত কেউ আনুষ্ঠানিকভাবে এখনো এই সফরের বিষয়ে নিশ্চিত করেনি। তবে বিষয়টি নিয়ে জানা আছে দুই দেশের কিছু কর্মকর্তা বলছে, বিক্রম মিশ্রি আলোচনার জন্য ১০ ডিসেম্বর ঢাকা আসতে পারেন।
প্রতিবেদনে আরও বলা হচ্ছে, যদি বিক্রম মিশ্রির সফরটি আনুষ্ঠানিকভাবে ঘটে, তবে তিনি এমন সময় বাংলাদেশ সফর করবেন, যখন সংখ্যালঘু, হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাস ও বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা নিয়ে ঢাকা ও দিল্লির মধ্যে বেশ টানাপোড়েন চলছে।
হিন্দুস্তান টাইমস বলছে, গত ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের মধ্যে বৈঠক হয়য়। সেখানে ভারতীয় পররাষ্ট্র সচিবের ঢাকা সফরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ব্যাপক বিক্ষোভের মুখে শেখ হাসিনার পদত্যাগ করার পর এবং আগস্টে ইউনূসের নেতৃত্বে তত্ত্বাবধায়ক প্রশাসন ক্ষমতায় আসার পর সেই সময়ে এটিই ছিল উভয় পক্ষের মধ্যে প্রথম উচ্চ-পর্যায়ের কোনও মতবিনিময়।
তবে ওপরে উদ্ধৃত কর্মকর্তাদের একজন পত্রিকাটিকে বলেন, সবকিছু যেভাবে ঠিক করা আছে, সেই হিসেবে পররাষ্ট্র সচিব আগামী ১০ ডিসেম্বর বাংলাদেশ সফর করবেন। তবে এখনো সফরের এক সপ্তাহ বাকি আছে এবং বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে আমাদের দেখতে হবে আগামীতে ঘটনা প্রবাহ কোন দিকে যায়।
এনএস/