আমেরিকার শীর্ষ বিমা কোম্পানীর শীর্ষ কর্মকর্তা খুন
আমেরিকার সবচেয়ে বড় বেসরকারি বিমা প্রতিষ্ঠান ইউনাইটেড হেলথকেয়ারের প্রধান ব্রায়ান থম্পসনকে গুলি করে হত্যা করা হয়েছে। নিউইয়র্কের স্থানীয় সময় গতকাল বুধবার ( ০৪ ডিসেম্বর) ভোরে ম্যানহাটনের হিলটন হোটেলের বাইরে এ হত্যাকান্ড ঘটানো হয়।
নিউ ইয়র্ক সিটি পুলিশ কমিশনার জেসিকা টিশ সংবাদ সম্মেলনে বলেছেন, "প্রতিটি ইঙ্গিতই বলছে যে এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকান্ড। সন্দেহভাজন ঘাতক একটি কালো ফেস মাস্ক এবং ক্রিম রঙের জ্যাকেট পরিহিত ছিলো। সে হোটেলের বাইরে ব্রায়ানের জন্য পাঁচ মিনিট অপেক্ষা করে।
পায়ে হেঁটে হিলটন হোটেলে পৌঁছানোর সময় ঘাতক একটি গাড়ির পেছন থেকে ফুটপাথে উঠে ব্রায়ানের পিঠে গুলি চালায়। হত্যাকারীকে সবশেষ নিউইয়র্কের সেন্ট্রাল পার্ক এলাকায় ই-বাইক চালাতে দেখা গেছে।
তদন্তকারীরা জানতে পেরেছেন, হামলা করার কিছুক্ষণ আগেই ঘাতক একটি কফিশপে যায়। ক্লোজ সার্কিট ক্যামেরায় ধারণ করা ওই ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। পাশাপাশি শহরের রাস্তার সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ঘাতককে ধরার চেস্টা চলছে। কেন ব্রায়ানকে হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি।
ইউনাইটেড হেলথ কেয়ার আমেরিকার সবচেয়ে বড় বিমা প্রতিষ্ঠান। এর প্রধান ব্রায়ান একটি বিনিয়োগ সম্মেলনে যোগদিতে নিউইয়র্ক গিয়েছিলেন। তিনি থাকেন মিনেসোটায়। ২০০৪ সাল থেকে থেকে স্বাস্থ্যবিমা খাতে কাজ করছিলেন ব্রায়ান। ৫০ বছর বয়সী ব্রায়ান ২০২১ সালের এপ্রিল মাস থেকে প্রতিষ্ঠানটি প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এসি//