দেশজুড়ে

দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৩

ছবি: সংগৃহীত

দিনাজপুরের বীরগঞ্জে যাত্রীবাহী বাস ও ধান-বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে বাস ও ট্রাকের ড্রাইভার, বাসের ২ যাত্রীসহ ৪ জন নিহত হয়েছেন। এই ঘটনায় বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বীরগঞ্জ উপজেলার ঠাকুরগাঁও দশ মাইল মহাসড়কের যদুর মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

ঠাকুরগাঁও ফায়ার সা‌র্ভি‌সের উপপ‌রিচালক শা‌হিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা একটি স্লিপার কোচ ঠাকুরগাঁও যাচ্ছিল। পথে বিপরীতমুখি একটি ধানবোঝাই ট্রাকের সাথে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই গাড়ির চালক এবং একজন যাত্রী নিহত হয়। আহত হয় কমপক্ষে ১২ জন যাত্রী।

ঠাকুরগাঁও এবং বীরগঞ্জ ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার অভিযানে অংশ নেয়। আহতদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং দিনাজপুর মেডিকেলে নেয়া হয়েছে।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন