তাপমাত্রা বাড়লেও কনকনে শীতে কাবু পঞ্চগড়
শীতের দাপট শুরু হয়েছে হিমালয় কন্যা পঞ্চগড়ে। ঠান্ডা বাতাস আর কনকনে শীতে জর্জরিত এখানকার মানুষ। সামান্য তাপমাত্রা বাড়লেও শীতের প্রকোপ কমেনি।
শুক্রবার (৬ ডিসেম্বর) পঞ্চগড়ের তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ জানান, গেলো দুইদিন ধরে তাপমাত্রা বেড়ে ১২ ডিগ্রির মধ্যে রেকর্ড হচ্ছে। আজ সকাল ৯টায় তাপমাত্রা ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। আজ কিছুটা কুয়াশা দেখা গেছে।
হালকা কুয়াশাচ্ছন্ন সকালে পঞ্চগড়ের বিভিন্ন পেশার মানুষকে কাজে বের হতে দেখা গেছে। দিনমজুর, চা শ্রমিক, কৃষকসহ সকলেই জীবিকার তাগিদে কাজ করছেন। তবে দিন-রাতের ভিন্ন আবহাওয়ার কারণে ঘরে ঘরে জ্বর, সর্দি, কাশি, এবং শ্বাসকষ্ট দেখা দিচ্ছে।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল এবং অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রগুলোতে শীতজনিত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। শিশু ও বয়স্করা সর্দি, কাশি, নিউমোনিয়া, এবং ডায়রিয়ায় বেশি আক্রান্ত হচ্ছেন। চিকিৎসকরা বলছেন, বাড়িতে বিশুদ্ধ পানি ও পুষ্টিকর খাবার রাখার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলাও অত্যন্ত জরুরি।
জেডএস/