হোয়াটসঅ্যাপে যুক্ত হলো যেসব সুবিধা!
টাইপিং ইন্ডিকেটর থেকে শুরু করে এআইভিত্তিক ফিচার, সব মিলিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য যোগাযোগের অভিজ্ঞতা আরও সহজ করেছে মেটা কর্তৃপক্ষ। নতুন ডিজাইন এবং ফিচারগুলো চ্যাটিং অভিজ্ঞতার পাশাপাশি দেবে নতুনত্বের স্বাদ।
এর আগে হোয়াটসঅ্যাপে টাইপিং স্ট্যাটাস দেখা যেত চ্যাটবারের উপরে। তবে এবার সরাসরি চ্যাট ফিডের ডানে দেখা যাবে টাইপিং ইন্ডিকেটর। ছোট একটি চলমান ডটের বাবল হিসেবে এটি প্রতিভাত হবে। ব্যক্তিগত ও গ্রুপ চ্যাটে এই সুবিধা দেখা যাবে। বিশেষ করে গ্রুপ চ্যাটে, একাধিক ব্যক্তি একসঙ্গে টাইপ করছেন কি না, তা সহজেই বোঝা যাবে।
টাইপিং ইন্ডিকেটর সুবিধাটি স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় থাকবে। ব্যবহারকারীদের আলাদাভাবে এটি চালু করার প্রয়োজন নেই। ফলে চ্যাটের সময় আরেক প্রান্তে থাকা ব্যক্তির টাইপিং স্ট্যাটাস দেখা হবে আগের চেয়ে আরও সহজ।
হোয়াটসঅ্যাপ আরও কিছু আকর্ষণীয় ফিচার নিয়ে কাজ করছে। এর মধ্যে মেটার এআই প্রযুক্তি ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাট মেমোরি এবং ভয়েস মোডের মতো সুবিধা আসতে পারে।
চ্যাট ইন্টারফেসে থিম পরিবর্তনের সুযোগ আনছে হোয়াটসঅ্যাপ। এটি লাইট ও ডার্ক মোডের বাইরে গিয়ে আরও রঙিন অভিজ্ঞতা দেবে। চ্যাট ফিডে কাস্টম লিস্ট তৈরির সুবিধাও যুক্ত করা হয়েছে।
জেডএস/