বিনোদন

সংগীতে বিরতি নিচ্ছেন এ আর রহমান! মুখ খুললেন মেয়ে খাতিজা

অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান ছবি: সংগৃহীত

অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান ও তার স্ত্রী সায়রা বানুর বিচ্ছেদ ঘোষণার পর থেকেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানা গুঞ্জন। শুধু বিচ্ছেদ নয়, রহমানের সংগীত থেকে বিরতি নেয়ার খবরও ছড়িয়েছে। তবে এসব গুজব রটনার বিরুদ্ধে সরব হয়েছেন তার দুই মেয়ে, খাতিজা ও রহিমা।

মেয়ে খাতিজা এই খবর সম্পূর্ণ মিথ্যা বলে উল্লেখ করেছেন। তিনি নেটিজেনদের গুজব না ছড়ানোর অনুরোধ করেন।

খাতিজার পাশাপাশি রহমানের বড় মেয়ে রহিমাও সমালোচকদের উদ্দেশ্যে কঠিন বার্তা দিয়েছেন। তিনি লেখেন, গুজব ছড়ায় যারা হিংসা করে, আর বোকারা সেগুলো বিশ্বাস করে। নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকুন

প্রসঙ্গত, এ আর রহমান ও মোহিনী দে’কে ঘিরে গুঞ্জনের মাঝেও শিল্পীর পরিবার তাদের ব্যক্তিগত জীবন নিয়ে যে সমস্ত মিথ্যা প্রচার হচ্ছে, তার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে। রহমান ও তার পরিবার স্পষ্ট করে দিয়েছেন, এ ধরনের ভুয়া খবরকে প্রশ্রয় দেবেন না।

জেডএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন