কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মা-মেয়ের
ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোমেনা বেগম (৪৫) ও তার মেয়ে মুন্নী আক্তার (২৫) নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (১১ ডিসেম্বর) উপজেলায় ঘুন্টিঘর এলাকায় সোনাহাট স্থলবন্দর সড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল ইসলাম।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান , দুপুরে যাত্রী নিয়ে ভূরুঙ্গামারী শহরে যাওয়ার সময় সোনাহাট স্থলবন্দরগামী একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ঠ-২০৬৯৬৯) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে দুমড়ে–মুচড়ে যায় একটি অটোরিকশাটি। এ সময় পথচারীরা ভেতরে থাকা যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মুন্নি আক্তারকে মৃত ঘোষণা করেণ। আশঙ্কাজনক অবস্থায় রংপুরে মেডিকেলে নেয়ার পথে মোমেনা মারা যান। এ সময় দুর্ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা গেলেও চালক পালিয়ে যান।
ওসি মুনিরুল ইসলাম বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
জেডএস/