দেশজুড়ে

সর্বনিম্ন তাপমাত্রায় নাকাল চুয়াডাঙ্গা

ছবি: ফাইল

প্রতিদিন শীতের তীব্রতা বাড়ছে। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ৯ টায় চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের তথ্যমতে সর্বনিম্ন ১০.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।

বৃহস্পতিবার ভোররাত থেকে কুয়াশার মাত্রা বেশি ছিল। ঘন কুয়াশার সাথে হিমেল হাওয়ায় শীতের পুরো আবহ তৈরি হয়েছে। চুয়াডাঙ্গা জেলায় আজকের তাপমাত্রা চলতি বছরের মধ্যে সর্বনিম্ন। যেখানে বাতাসের আদ্রতা ছিল ৯৭ শতাংশ।

আবহাওয়া অফিস বলছে, কয়েকদিনের মধ্যেই মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহের দেখা মিলতে পারে।

এদিকে, চুয়াডাঙ্গা জেলায় শীতজনিত রোগের প্রকোপ বেড়েছে। জানা যায়, গত এক সপ্তাহে সদর হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে ৩০০ এর বেশি রোগী ভর্তি হয়েছে। এদের মধ্যে অধিকাংশই শিশু ও বৃদ্ধ। প্রতিদিন সকাল থেকে ঠান্ডাজনিত সমস্যা নিয়ে হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছে মানুষ।

এম এইচ//

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন