জমজমাট ম্যাচে বরুসিয়ার মাটিতে বার্সার জয়
উয়েফা চ্যাম্পিয়নস লিগের চলতি আসর পরাজয় দিয়ে শুরু করে বার্সেলোনা। এরপর অবশ্য টানা জয়ের ধারায় ফিরেছে তারা। বুধবার (১১ ডিসেম্বর) বরুসিয়া ডর্টমুন্ডের মাঠে তাদের বিপক্ষে ৩-২ গোলের জয় ছিনিয়ে নিয়েছে কাতালান ক্লাবটি।
গতকালের ম্যাচটি বেশ জমজমাট হয়েছে বলতেই হয়। বার্সা দুইবার লিড নেয়ার পর সমতায় ফিরেছিল ডর্টমুন্ড। তবে শেষপর্যন্ত বার্সাই এগিয়ে থেকে ম্যাচটি জিতে নিয়েছে।
প্রথমার্ধে কোন দলই গোল পায়নি। বিরতির পর ৫৩ মিনিটের মাথায় গোল পায় বার্সেলোনা। দানি অলমোর থ্রু পাস থেকে বল জালে জড়ান রাফিনিয়া।
এরপর পেনাল্টি থেকে ডর্টমুন্ডকে সমতায় ফেরান সেরহো গুইরাসি। অবশ্য ৭৫ মিনিটে আবার এগিয়ে যায় বার্সা। এবার বদলি হিসেবে নামা ফেরান তোরেস এগিয়ে দেন দলকে। এরমধ্যে তিন মিনিটের ব্যবধানে আবারও এগিয়ে যায় ডর্টমুন্ড, গোল করেন গুইরাসি।
নিজের দ্বিতীয় ও দলের হয়ে জয়সূচক গোলটি আসে তোরেসের পা থেকেই। ম্যাচের ৮৫ মিনিটের মাথায় এই গোলে আনন্দে ভাসে বার্সেলোনা। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি ডর্টমুন্ড, পরাজয়কে সঙ্গী করেই ছাড়তে হয় মাঠ।
ডর্টমুন্ডের বিপক্ষে জিতে চ্যাম্পিয়নস লিগের পয়েন্ট তালিকায় দুই নম্বর জায়গাটি ধরে রেখেছে বার্সেলোনা। ৬ ম্যাচ খেলে ৫ জয় ও ১ হার নিয়ে তাদের পয়েন্ট এখন ১৫।
এম এইচ//