এবার আরও কম বয়সী যুবকের প্রেমে পড়লেন মালাইকা!
বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার ক্যারিয়ারের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দু। অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে পাঁচ বছরের সম্পর্ক ভাঙার পর এবার তার চেয়ে কম বয়সী এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন বলে বলিউড পাড়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে।
এই গুঞ্জনের শুরু একটি কনসার্ট থেকে। সেখানে গায়ক এপি ধিলোর সঙ্গে মালাইকাকে উষ্ণ আলিঙ্গনে দেখা যায়। যদিও দ্রুত স্পষ্ট হয়, এপি নয়, মালাইকার নতুন প্রেমিক হলেন রাহুল বিজয়। রাহুল একজন ফ্যাশন স্টাইলিস্ট এবং সৃজনশীল পরামর্শদাতা।
সম্প্রতি রাহুল তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে কনসার্ট থেকে মালাইকার একটি ছবি শেয়ার করেন। মজার ক্যাপশন দিয়ে লেখেন, "দাঁড়ান, এটা কি মালাইকার কনসার্ট ছিল?" এর পরপরই তাঁদের একটি মিষ্টি সেলফি ভাইরাল হয়।
রাহুল বিজয়ের পেশাদার জীবন বেশ চমকপ্রদ। তিনি জিকিউ ইন্ডিয়া, হার্পার্স বাজার ইন্ডিয়া, এবং এলি ম্যাগাজিনের মতো জনপ্রিয় ফ্যাশন হাউজে কাজ করেছেন। শুধু তাই নয়, সারা আলি খান, আলিয়া ভাট, ভিকি কৌশলসহ বলিউডের অনেক তারকার সঙ্গে কাজ করেছেন তিনি।
মালাইকা আর রাহুলের বয়সের পার্থক্য নিয়েও চলছে আলোচনা। ৪০-এর নিচে থাকা রাহুল মালাইকার চেয়ে বয়সে অনেকটাই ছোট। তবে এর আগে অর্জুন কাপুরের সঙ্গেও বয়সের পার্থক্য থাকা সত্ত্বেও তাঁদের সম্পর্ক আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল।
মালাইকার প্রাক্তন অর্জুন কাপুর সম্প্রতি বলেছেন, তিনি এখন সিঙ্গেল। আর এদিকে মালাইকার জীবনে নতুন পুরুষের প্রবেশ নিয়ে বলিউডে নতুন গুঞ্জন তৈরি হয়েছে।
জেডএস/