উপদেষ্টা নাহিদের বক্তব্য ‘রাজনীতি বিরোধী’ : ফখরুল
রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে বলে সম্প্রতি বক্তব্য দিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। এবার তার এই বক্তব্যকে “রাজনীতি বিরোধী”বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে লন্ডন থেকে ফিরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে এই দাবি করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, “আমি জানি না উনি কোন প্রেক্ষাপটে এমন বক্তব্য দিয়েছেন। তবে ওনার এই বক্তব্য রাজনীতি বিরোধী বক্তব্য। আমি আশা করি না যে আগামীতে তারা এই ধরনের বক্তব্য রাখবেন। রাজনৈতিক দলগুলো সব সময় এই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করেছে এবং করে যাচ্ছে। তাদের সমর্থন করার উদ্দেশ্য হলো গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা। আমরা গণতন্ত্রের জন্য দীর্ঘ ১৫ বছর যাবৎ লড়াই করছি।”
তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে তিনি বলেন, তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা ও প্রতিহিংসামূলক মামলাগুলো শেষ হলে তিনি দেশে ফিরবেন।
দেশবাসীর উদ্দেশ্যে তারেক রহমানের বার্তা প্রসঙ্গে তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশবাসীকে ধৈর্য ধরতে বলেছেন। একটা বিশাল বিজয় এসেছে ছাত্র-জনতার আন্দোলনে। এই বিজয়কে ফলপ্রসূ ও সার্থক করতে হলে অবশ্যই সকলকে ধৈর্য ধরে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।
রাষ্ট্র সংস্কারের বিষয়ে তিনি আরও বলেন, বিএনপি দুই বছর আগে সংস্কারের কথা বলেছে। তারও আগে ২০১৬ সালে তারা ভিশন ২০৩০ দিয়েছিলেন। বিএনপি ন্যূনতম সংস্কার করে নির্বাচন চায়। কারণ পূর্ণাঙ্গ সংস্কারের জন্য নির্বাচিত সরকার প্রয়োজন।
এর আগে গত ৩০ নভেম্বর সকালে লন্ডনের উদ্দেশে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন মির্জা ফখরুল ও তার স্ত্রী।
সফরকালে যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করার পাশাপাশি যুক্তরাজ্য বিএনপির আলোচনা সভা, মিট দ্য প্রেসসহ একাধিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন মির্জা ফখরুল। পাশাপাশি বিএনপি মহাসচিবের স্ত্রীর চিকিৎসাও করা হয়েছে।
আই/এ