খেলাধুলা

শামীমের কণ্ঠে সিরিজ জয়ের আত্মবিশ্বাস

ছবি: ফাইল

ওয়ানডে সিরিজ একেবারেই ভালো যায়নি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পুরোপুরি হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজের শুরুটা ভালো হয়েছে, প্রথম ম্যাচে জয় পায় টাইগাররা। দ্বিতীয় ম্যাচ শুরুর আগেও জয়ের আত্মবিশ্বাস ব্যাটার শামীম হোসেন পাটোয়ারীর কণ্ঠে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিসিবি প্রকাশিত ভিডিওতে সিরিজ নিয়ে কথা বলেন শামীম।

প্রথম ম্যাচে ৩ ছক্কা ও ১ চারে ২৭ রান করেন শামীম। তিনি বলেন, কালকের (প্রথম টি-টোয়েন্টি) উইকেটটা স্কোরিং শট খেলার জন্য উপযুক্ত ছিল। যখন আমি উইকেটে যাই, আমার মাথায় প্রথম পরিকল্পনা ছিল স্কোরিং করা। আমি যদি রান করতে পারি, তাহলে দল ভালো অবস্থায় পৌঁছাবে।

জাতীয় দলে প্রায় ১ বছর পর সুযোগ মিলেছে শামীমের। তিনি আত্মবিশ্বাসী ছিলেন যে, ভালো কিছু করতে পারবেন। এই ব্যাটার বলেন, ‘আমি এক বছর পর দলে ফিরেছি, এটা আমার জন্য খুব ভালো লাগার বিষয়। এই ইনিংসটা আমার জন্য দরকার ছিল, দলের জন্যও দরকার ছিল। আমি আত্মবিশ্বাসী ছিলাম যে ভালো কিছু করতে পারব।’

বাংলাদেশের সামনে এখন টি-টোয়েন্টি সিরিজ জয়ের হাতছানি। সিরিজ নির্ধারণী ম্যাচ সামনে রেখে শামীম বলেন, আমাদের এখন সিরিজ জেতার সুযোগ আছে। ওয়েস্ট ইন্ডিজ খুব ভালো টি-টোয়েন্টি দল, কিন্তু আমরা বিশ্বাস করি আরেকটা ম্যাচ জিততে পারলে সিরিজটা আমাদের হয়ে যাবে ইন শা আল্লাহ।’ 

বুধবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬ টায় সিরিজের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন