জাতীয়

সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীর জামিন স্থগিত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলী ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর থানার সিয়াম হত্যা মামলার আসামী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলীকে দেওয়া হাইকোর্টের জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে এক মাসের মধ্যে তার জামিন প্রশ্নে জারি করা রুল নিষ্পত্তি করার নির্দেশও দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

গেলো ১৫ সেপ্টেম্বর রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে গ্রেফতার হন মাহবুব আলী। পরে গেলো ১০ ডিসেম্বর হাইকোর্ট থেকে জামিন পান তিনি। তবে দুইদিনের মাথায় হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করে আপিল বিভাগে পাঠিয়ে দেন চেম্বার আদালত। আলাদতে রাষ্ট্রপক্ষে সুনানি করেন অতিরিক্ত অ্যাটার্নি জেনারেল আব্দুর জব্বার ভূঁইয়া ও ডেপুটি অ্যাটার্নি জেনারেল জহিরুল ইসলাম সুমন।

মামলা সূত্রে জানা যায়, ভিকটিম সিয়াম সরদার রাজধানীর মিরপুরের একটি হোটেলে চাকরি করতেন। গেলো ১৮ জুলাই কাজ শেষে বাড়ী ফেরার পথে মিরপুর-১০ এ গুলিতে আহত হন। পরে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

সিয়ামের মৃত্যুতে তার বাবা সোহাগ সরদার গেলো ৪ সেপ্টম্বর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ১১৪ জনকে আসামি করে ঢাকার মেট্রোপলিটন মেজিস্ট্রেট আদালতে হত্যা মামলা দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মিরপুর থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন