বিস্ফোরণে রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান নিহত
রাশিয়ায় মস্কোতে বোমা বিস্ফোরণে দেশটির পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভ নিহত হয়েছেন। রাশিয়ার তদন্ত কমিটি বিষয়টি নিশ্চিত করেছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, মস্কোতে একটি ইলেক্ট্রিক স্কুটারে বোমা লুকিয়ে রাখা হয়। সেখানে বিস্ফোরণে নিহত হন ইগর কিরিলভ।
আল জাজিরা বলছে, রাশিয়ার নিউক্লিয়ার, বায়োলজিক্যাল, কেমিক্যাল ডিফেন্স ফোর্সেসের (এনবিসি) প্রধান মঙ্গলবার একটি অ্যাপার্টমেন্ট ভবনের বাইরে বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন।
বার্তাসংস্থা রয়টার্সের ফুটেছে দেখা গেছে, ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। ইতোমধ্যে এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
এদিকে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ইউক্রেনের নিরাপত্তা সেবার বরাতে বিবিসির সূত্রগুলো দাবি করেছে যে, মস্কোতে ইগর কিরিলোভকে হত্যার অভিযানের পেছনে ইউক্রেন ছিল।
এর আগে সোমবার (১৬ ডিসেম্বর), ইউক্রেন কিরিলভকে নিষিদ্ধ কেমিক্যাল অস্ত্র ব্যবহার করার জন্য অভিযুক্ত করে।
জেডএস/