২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
প্রথমবার জুরি হিসেবে দায়িত্ব পেলেন বাঁধন
জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আবারও আন্তর্জাতিক মঞ্চে নতুন পরিচয়ে আসছেন। নাটক, মডেলিং, এবং সিনেমায় সফলতার পর এবার তিনি ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ওমেন ফিল্মমেকার বিভাগে জুরি হিসেবে দায়িত্ব পালন করবেন।
বাঁধন জানিয়েছেন, দেশের একটি উৎসবে প্রথমবার জুরি হিসেবে দায়িত্ব পালন করা তাঁর জন্য অনেক সম্মানের। এর আগে তিনি কান চলচ্চিত্র উৎসবসহ আন্তর্জাতিক বিভিন্ন উৎসবে অংশগ্রহণ করেছেন। অনলাইনে বেলজিয়ামের আই অ্যাম টুমরো চলচ্চিত্র উৎসব এবং ভারতের বেঙ্গালুরু চলচ্চিত্র উৎসবে জুরি হিসেবে কাজ করার অভিজ্ঞতা তাঁর রয়েছে। এবার সরাসরি উপস্থিত থেকে দায়িত্ব পালন করতে পারার সুযোগটি তাঁকে রোমাঞ্চিত করছে।
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হবে ১১ জানুয়ারি, চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত। উৎসবে ৭৫টি দেশের ২২০টিরও বেশি সিনেমা প্রদর্শিত হবে। উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামালের তথ্য অনুযায়ী, বাঁধনের সঙ্গে জুরি হিসেবে থাকবেন অভিনেত্রী ও নির্মাতা লিসা গাজী, চীনের প্রযোজক ও সমালোচক মেই পো রেইনবো ফঙ, এবং ইরানি অভিনেত্রী হোদা মোগহাদ্দাম মানেশ।
বাঁধন বলেছেন, "উৎসবে অংশ নিয়ে সিনেমা দেখার পাশাপাশি অন্য জুরিদের সঙ্গে কথা বলার সুযোগ হবে, যা আমার জন্য এক্সাইটিং।" তিনি আশা করছেন, তাঁর আগের কাজের অভিজ্ঞতা এই উৎসবে কার্যকর ভূমিকা রাখবে।
জেডএস/