বিছানা না গোছানো দিবস
শীতের আলসে সকালে বিছানা না গোছানোর দিন
আপনি যদি শীতকালে বিছানা থেকে উঠতে আলসে বোধ করেন, তবে আজকের দিনটা শুধুই আপনার জন্য তৈরি। আজ, ২১ ডিসেম্বর—অবিশ্বাস্য হলেও সত্যি! আজকের দিনটি হচ্ছে সেই বিশেষ দিবস, যখন আপনি বিছানা না গোছাতে পুরোপুরি স্বাধীন!
শীতের সকালে বিছানা ছেড়ে উঠতে কেমন আলসেমি লাগে, তাই না? একটু বেশি গরম কম্বলে গা ডুবিয়ে থাকা, উষ্ণ বিছানায় ঘুমানোর মজা—এমন অবস্থায় বিছানা গোছানোর কথা ভাবা তো প্রায় অসম্ভব! এসব থেকে পুরোপুরি মুক্ত থাকার একটা দিনটা তো অবশ্যই দরকার। আর সেই জন্যই তো এসেছে "বিছানা না গোছানো দিবস"!
আজকের দিনের প্রধান কাজ হবে—বিছানা না গোছানো! আর কিছু না হলেও, এটুকু তো করতে পারেন—আজকে বিছানার চাদরটা ছড়ানোই থাকুক, তাতে কি যায় আসে? বরং, যেইভাবে বিছানার মধ্যে আরাম পেতে চান, সেভাবেই থাকতে দিন!
শীতকালে রোজ সকালে লেপ-কম্বল ভাঁজ করা এক বিশাল ঝক্কির কাজ। সেই তো আবার মেলতে হবে রাত হলেই। বিশেষ করে টিনেজারদের এই নিয়ে রোজ এক চোট হয়ে যায় বাসার সবার সঙ্গে। মার্কিন টিনেজার শ্যানন বার্বা ঠিক এই কথাটাই ভেবেছিল ২০১৪ সালে। আর তারপর থেকেই বছরের সবচেয়ে ছোট দিন ২১ ডিসেম্বরকে বিছানা না গোছানো দিবস হিসেবে প্রতিষ্ঠা করতে পিটিশন শুরু করে সে। আর বহু মানুষের মনের কথার সঙ্গে মিলে যাওয়ায় বেশ জনপ্রিয় হয়ে ওঠে এই দিবসের ধারনাটি।
শ্যানন লিখেছিল:
"আমি শ্যানন বার্বার,আমি চাই, আমাদের দেশে একটা 'বিছানা না গোছানো দিবস' চালু করা হোক। কখনো কখনো আমি খুবই ক্লান্ত হয়ে পড়ি বিছানা গোছাতে! আমি জানি, সবাই এই একদিন উপভোগ করতে চাইবে।"
শ্যাননের মতে, শুধু টিনেজাররাই নয়, অনেক প্রাপ্তবয়স্করাও বিছানা গোছানোর ব্যাপারে বিরক্ত।
আজ বছরের সবচেয়ে ছোট দিনও বটে। এইতো একটু পরেই আবার লেপ কম্বল মেলতে হবে দিনশেষে। আর দিনের অন্যান্য কাজ দ্রুত সেরে ফেলতে হবে। এর মাঝে এই বিছানা গোছানোর কাজটিকে অনেকেই বাহুল্য ভাবছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে ডোন্ট মেক ইয়োর বেড ডে ন্যাশনাল হলিডে হিসেবে এর শুরু হলেও এখন শীতের এই দিনটি বিছানা না গোছানো দিবস হিসেবে বেশ সমাদৃত বিশ্বব্যাপী।তাই আজ না হয় পড়ে থাক অগোছালো লেপ-কম্বল। একদিন বিছানা না গোছালে কী হয়!
তাহলে, এবার আপনার পালা— বিছানা গোছাবেন নাকি আলসে হয়ে কিছুটা মজা উপভোগ করবেন?
এসি//