দেশজুড়ে

বাসচাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

সাভারে বাস চাপায় প্রত্যয় সরকার নামে এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) শিক্ষার্থীরা  মহাসড়ক অবরোধ করে রাখায় তীব্র যানজটে আটকে পড়ে শত শত যানবাহন ও যাত্রীরা। এসময় ঠিকানা পরিবহনের বেশকিছু বাস আটক করে শিক্ষার্থীরা

রোববার (২২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের শিমুলতলা এলাকায় উভয় লেনে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। বিষয়টি বায়ান্ন টিভিকে জানিয়েছেন সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সওগাতুল আলম

শিক্ষার্থীরা জানায়, শনিবার ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের পাকিজা মোড়ে  ঠিকানা পরিবহনের বাস চাপায় নিহত হন সিআরপি নার্সিং কলেজের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থী প্রত্যয় সরকার। তার মৃত্যুর প্রতিবাদে সকালে ক্লাস ও পরীক্ষা বর্জন করে বিক্ষোভে নামেন সিআরপি নার্সিং কলেজের শিক্ষার্থীরা।

এ সময় অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের সাথে যোগ দেয়। বিক্ষোভ মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়কে এসে মানববন্ধন ও অবরোধ পালন করে। এ সময় চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

পুলিশ জানায়, শিক্ষার্থীদের বিক্ষোভ এর কারণে সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে তুলে দেয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন