বিএনপি

আগামী ২৯ ডিসেম্বর লন্ডন যাবেন খালেদা জিয়া

শারীরিকভাবে নতুন কোনও জটিলতা তৈরি না হলে আগামী ২৯ ডিসেম্বর লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সঙ্গে যাবেন তার ব্যক্তিগত ও মেডিক্যাল বোর্ডের কয়েকজন শীর্ষ চিকিৎসক।

রোববার (২২ ডিসেম্বর) রাত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, ম্যাডামের সঙ্গে তার চার-পাঁচ জন চিকিৎসক যাবেন। ইতোমধ্যে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সবশেষ পরিস্থিতি বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা

জানা যায়, সফরকারীদের মধ্যে চিকিৎসকদের প্রাধান্য রয়েছে। এর মধ্যে মেডিক্যাল বোর্ডের সদস্য ডা. শাহাবউদ্দিন, ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেনসহ কয়েকজন রয়েছেন। সর্বশেষ খবর অনুযায়ী খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুব একটা ভালো নেই।

এরমধ্যে ১৫ জনের একটি সফরকারী টিমের তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেয়া হয়েছে।

গত ৩০ অক্টোবর পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাংবাদিকদের জানিয়েছিলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যুক্তরাজ্যে যাবেন এবং ওই দেশের ভিসা পাওয়ার জন্য সহায়তা দেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। সফরকারীদের মধ্যে বেগম জিয়ার পরিবার ও তার সহকারী রয়েছেন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন