রিয়াল মাদ্রিদে ব্যালন ডি’অর ‘নিষিদ্ধ’
২০২৪ ব্যালন ডি’অর না পাওয়ায় ভিনিসিয়ুস জুনিয়র ও রিয়াল মাদ্রিদের এমন চোট লেগেছে যে, থেকে আগামী কয়েক মাস ব্যালন ডি’অর নিয়ে কোনো কথাই উচ্চারিত হবে না রিয়াল মাদ্রিদে।
স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কার ভাষায় রিয়াল মাদ্রিদে ব্যালন ডি’অর যেন নিষিদ্ধ কিছু।’
ফ্রান্স ফুটবলের দেওয়া ২০২৪ ব্যলন ডি’অর ভিনি না পেলেও গত সপ্তাহে ২০২৪ সালের ফিফা দ্য বেস্ট পুরস্কার জিতেছেন এই ব্রাজিলিয়ান। দ্য বেস্ট জেতায় নিজের উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে তাঁকে ‘নিচে টেনে নামানোর অপচেষ্টা’ নিয়েও কথা বলেন ভিনিসিয়াস।
মার্কা জানিয়েছে, ফিফা দ্য বেস্ট জিতলেও ব্যালন ডি’অর না পাওয়ার কষ্ট ভুলতে পারেননি এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
আর তাই ক্লাবটির পরিচালকেরা, ভিনি এবং তাঁর ব্যবস্থাপক দলের কেউ ব্যালন ডি’অর নিয়ে কোনো শব্দ উচ্চারণ করবেন না। সংশ্লিষ্টরা চান, ‘ব্যালন ডি’অর বলে কিছু নেই’ এমন পরিবেশ তৈরি করতে।