খেলাধুলা

অজিদের বক্সিং ডে টেস্ট একাদশে স্যাম কন্সটাস

ছবি: সংগৃহীত

বক্সিং ডে টেস্টের জন্য একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ভারতের বিপক্ষে আগামীকাল (২৬ ডিসেম্বর) সিরিজের চতুর্থ টেস্টে মেলবোর্নের মাঠে নামবে অজিরা। চোটের কারণে ট্রাভিস হেডকে নিয়ে কিছুটা দ্বিধা থাকলেও, তাকে নিয়েই একাদশ সাজানো হয়েছে।

টেস্ট অভিষেক হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার ১৯ বছরের তরুণ স্যাম কন্সটাস। ফাস্ট বোলার স্কট বোল্যান্ড আছেন অজি একাদশে। যেহেতু জশ হ্যাজেলউড এখনো চোটের জন্য মাঠের বাইরে আছেন।

হেডের কোয়াড স্ট্রেইনে চোট থাকার কারণে তিনি খেলতে পারবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা ছিল। অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স এ বিষয়ে বলেন, ট্রাভিস ভালোই আছে, সে খেলবে। সে আজ ও গতকাল কিছু জিনিসে টিক দিয়ে এসেছে। তবে তার চোট নিয়ে কোনো চিন্তা নেই। সে পুরোপুরি ফিট থেকেই ম্যাচ খেলবে।

চলতি সিরিজে এখন পর্যন্ত ৮১ এর বেশি গড় নিয়ে ৪০৯ রান করেছেন হেড। তার দলে থাকা অস্ট্রেলিয়ার জন্য বড় শক্তি।

পাঁচ সিরিজে অস্ট্রেলিয়া ও ভারত একটি করে ম্যাচ জিতেছে, বাকি এক ম্যাচ ড্র হয়েছে। 

অস্ট্রেলিয়া একাদশ: উসমান খাজা, স্যাম কন্সটাস, মার্নাস লাবুশেইন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স কেরি, প্যাট কামিন্স, মিশেল স্টার্ক, নাথান লায়ন, স্কট বোল্যান্ড।

এম এইচ// 

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন