প্রবাস

সৌদিপ্রবাসী বাংলাদেশির মরদেহ বিনামূল্যে দেশে পাঠাবে মেডিনোভা মেডিকেল কমপ্লেক্স

ছবি: বায়ান্ন টিভি

বিদেশে কর্মরত অবস্থায় কোনো কর্মী মৃত্যুবরণ করলে সেদেশে বাংলাদেশি দূতাবাসের মাধ্যমে লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়ে থাকে।

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের বিভিন্ন প্রদেশে কাজ করছে ২০ লাখেরও বেশি বাংলাদেশি।

এসব বাংলাদেশিদের কারো মৃত্যু হলে তার মরদেহ দেশে পাঠানোর জন্য নানান অসুবিধায় পড়তে হয় বাংলাদেশিদের। তাই প্রবাসীদের এসব সমস্যা সমাধানে ও তাদের স্বাস্থ্যসেবায় এগিয়ে এগিয়ে এসেছে সৌদি আরবের বাংলাদেশি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান-মেডিনোভা মেডিক্যাল কমপ্লেক্স।

এবিষয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এইচ এম কেফায়েত উল্লাহ খান জানান, সৌদি আরবে কোন প্রবাসী বাংলাদেশি মারা গেলে বিনা খরচে তার মরদেহ দেশে পাঠানো হবে।

শুধু তাই নয়, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ও আর্থিকভাবে অসচ্ছল প্রবাসীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হবে বলেও তিনি ঘোষণা দেন।

সম্প্রতি সৌদি আরবের রিয়াদে বাংলাদেশি অধ্যুষিত আজিজিয়া এলাকায় মেডিকেল কমপ্লেক্সটির উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এইচ এম কেফায়েত উল্লাহ খান এসব কথা বলেন।

মতবিনিময় সভায় মেডিকেল কমপ্লেক্সটির পরিচালকরা জানান, মেডিক্যাল কমপ্লেক্সটি শুধু ব্যবসায়ীক উদ্যোগ নয়। প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি মানবিক সহয়তা কেন্দ্র হিসাবে কাজ করবে এটি।

মতবিনিময় অনুষ্ঠানে সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি মো. আবুল বশির, সেলিম উদ্দিন দিদার, আরিফুর রহমান,রুস্তম খান, মিজানুর রহমান বাবুসহ প্রতিষ্ঠানটির উদ্যোক্তা ও বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন।

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন