দক্ষিণ কোরিয়া
ইউনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়না জারি হতে পারে
জিজ্ঞাসাবাদের জন্য পরপর তিনবার হাজির হতে ব্যর্থ হওয়ায় দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়না জারির আবেদন করেছেন দেশটির তদন্ত কর্মকর্তারা। সোমবার (৩০ ডিসেম্বর ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।
দক্ষিণ কোরিয়ার যৌথ তদন্ত সদরদপ্তর সোমবার জানিয়েছে, ক্ষমতার অপব্যবহার ও বিদ্রোহ করার চেষ্টার কারণে তারা বরখাস্ত প্রেসিডেন্ট ইউনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়না জারির আবেদন করেছেন।
যৌথ তদন্ত দলে আছে দেশটির উচ্চ পদস্থ কর্মকর্তাদের দুর্নীতি তদন্ত করা অফিস (সিআইও), বিভিন্ন পুলিশ কর্মকর্তা ও প্রতিরক্ষা মন্ত্রণালয়। যৌথ তদন্ত দলটি বলছে, জিজ্ঞাসাবাদের জন্য ইউনকে তিনবার ডাকা হয়েছিলো। কিন্তু তিনি হাজির হননি। ফলে গ্রেপ্তারি পরোয়না জারির আবেদন করা হয়েছে।
আবেদনের পরিপ্রেক্ষিতে দেশটির আদালত এখন সিদ্ধান্ত নেবেন, ইউনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়না জারি করা হবে কি না। আবেদন গ্রহণ করা হলে ইউন সুক ইওল হবেন গ্রেপ্তারের মুখে পড়া দক্ষিণ কোরিয়ার প্রথম প্রেসিডেন্ট।
গেলো ৩ ডিসেম্বর সামরিক আইন জারির অপরাধে ইউন সুক ইওল পার্লামেন্টে অভিশংসিত হন। ইউনকে বরখাস্ত করার পর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হন দেশটির প্রধানমন্ত্রী হান ডাক-সু। ইউনের বিরুদ্ধে তদন্ত নিয়ে বিলে সই না করায় বিরোধী দলের আইনপ্রণেতারা ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হানকেও কয়েকদিন আগে অভিশংসিত করেছেন। বর্তমানে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন অর্থমন্ত্রী চোই সান-মোক।
এনএস/