ব্রাক্ষণবাড়িয়া এসে ভালবাসার মানুষকে বিয়ে করলেন ইউক্রেনিয় যুবক
শুরুটা হয়েছিল ফেসবুকে পরিচয় দিয়ে, আর শেষটা হলো ছয় হাজার কিলোমিটার পথ পেরিয়ে বাংলাদেশে এসে বিয়ের মাধ্যমে। ইউক্রেনের নাগরিক অ্যান্দ্রো প্রকিপ এবং ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে বৃষ্টি আক্তারের এই প্রেমের গল্প এখন সবার আলোচনার কেন্দ্রবিন্দু।
সোমবার (৩০ ডিসেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের সীমান্তবর্তী কালাছড়া গ্রামে দেখা মিলে বৃষ্টি ও প্রকিপের। জানালেন ভালোবেসে বিয়ে করতে পেরে তারা খুশি। সবার দোয়া চান তারা।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার কালাছড়া গ্রামের মেয়ে বৃষ্টি আক্তার। দুই বছর আগে ফেসবুকে প্রকিপকে একটি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর মধ্য দিয়ে তাদের পরিচয়। ধীরে ধীরে সেই পরিচয় রূপ নেয় গভীর প্রেমে।
অ্যান্দ্রো প্রকিপ ইউক্রেনের নাগরিক, তবে ভালোবাসার টানে ছয় হাজার কিলোমিটার পথ পেরিয়ে তিনি বাংলাদেশে এসেছেন। গেলো ১৯ ডিসেম্বর বাংলাদেশে এসে, সেই দিনই তিনি বৃষ্টি আক্তারকে বিয়ে করেন। বিয়ের পর ধর্মান্তরিত হয়ে তিনি হয়েছেন মোহাম্মদ প্রকিপ। স্বামীর সঙ্গে মিলিয়ে বৃষ্টির নতুন নাম রাখা হয়েছে বৃষ্টি প্রকিপ।
বৃষ্টি জানান, প্রকিপ তাকে শুরু থেকেই বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই কথা রাখায় তিনি অত্যন্ত খুশি। তিনি স্বামীর সঙ্গে ভবিষ্যতে ইউক্রেন চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে, প্রকিপ বলেছেন, বৃষ্টি ও ইসলাম ধর্মের প্রতি তার ভালোবাসাই তাকে বাংলাদেশে আসতে প্ররোচিত করেছে। বাংলাদেশে এসে তিনি অত্যন্ত আনন্দিত এবং এই দেশ তার খুব ভালো লেগেছে।
বৃষ্টি ও প্রকিপের প্রেম এবং বিয়ে নিয়ে পুরো গ্রামে আনন্দের আমেজ বিরাজ করছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার ফরহাদ আলী বলেন, তাদের ভালোবাসার এমন গল্প সবাইকে অনুপ্রাণিত করছে। দূরদূরান্ত থেকে মানুষ আসছেন এই দম্পতিকে দেখতে।
জেডএস/