২৪ বছর সুপারহিট সিনেমা করার পরও অডিশন দিলেন স্বস্তিকা
নানা ঘরানার সিনেমা, আলাদা আলাদা চরিত্র। একেবারেই অন্যরকম চ্যালেঞ্জ। অনেকে হয়তো ভাবতেই পারবেন না দীর্ঘ ২৪ বছর একের পর এক সুপারহিট সিনেমা ইন্ডাস্ট্রিকে উপহার দেয়ার পর এখনও অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে অডিশন দিতে যান। রাখঢাক তো দূরের কথা, বরং মন খুলে গর্বের সঙ্গেই জানান অভিনেত্রী।
স্বস্তিকা মুখোপাধ্যায় যে কেবল একজন সুদক্ষ অভিনেত্রী সেটাই নয়, তিনি তার কথা, জীবনবোধ এবং কাজ দিয়ে বারবার অনুপ্রেরণা জোগান তার অনুরাগীদের, তার সহ নাগরিকদের। এদিনও তার অন্যথা হল না। নিজের ক্যারিয়ারের বিষয়ে একটি আবেগঘন বার্তায় লিখলেন তিনি।
শাড়িতে বরাবরই নজর কাড়েন অভিনেত্রী। এর আগেও মায়ের শাড়ি পরে বহু ছবি ভাগ করেছেন তিনি। আসলে মায়ের শাড়ির আঁচলে একটা আলাদা গন্ধ মাখা থাকে। কোনও কিছুর সঙ্গেই তুলনা করা যায় না তার। অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘খুব অল্প বয়সে কী ভাবে নিজের মেক আপ করতে হয়, সেটা শিখেছি। ধন্যবাদ মা আমাকে শেখানোর জন্য কী ভাবে এক মিনিটে শাড়ি পরতে হয়।
শুধু টলিউডেই নয়, স্বস্তিকা বলিউডেও বহুদিন ধরে বেশ কিছু কাজ করছেন। তাই অভিনেত্রীর বলেন, ‘এই শহর আমাকে মাটিতে পা রেখে চলতে শিখিয়েছে। প্রত্যেক অভিনেতার উচিত অযাচিত অহংকার (ইগো) দূরে সরিয়ে ভালো চরিত্রে অভিনয়ের সুযোগ কাজে লাগানো এবং নিজের ক্যারিয়ারকে আরও উজ্জ্বল করে তোলা। সেই কাজই উজ্জ্বল করে তুলতে পারে।’
স্বস্তিকা প্রায় ২০-২১ বছর বয়স থেকে কাজ করছেন ইন্ডাস্ট্রিতে। তবু আজও তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
অভিনেত্রী লিখেছেন, ‘৪৪ বছর বয়সে এখনও চেষ্টা করছি সেই প্রথমদিনের মতোই। এই শহরটাকেও (মুম্বাই) বাড়িতে পরিণত করার চেষ্টায় রয়েছি। আসলে আমার জীবনের সবচেয়ে প্রিয় শব্দ ‘অধ্যবসায়’। যে শেখার ইচ্ছে হয়তো বা এতদূর পৌঁছে দিচ্ছে স্বস্তিকাকে।
জেএইচ