রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নারী নিহত
রাজধানীর বাংলামোটরে গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছেন ৪৫ বছর বয়সী এক নারী। শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে কনকর্ড টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। ভিক্ষাবৃত্তি করে জীবন চালানো ওই নারীর পরিচয় এখনো জানা যায় নি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রেজাউল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।
তিনি বলেন, শুক্রবার দুপুরে বাংলামোটর কনকর্ড টাওয়ারের সামনে অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় ওই নারী গুরুতর আহত হন। উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এনএস/